বলা না বলা ডেস্ক :
সোনু নিগামের মতোই বেফাঁস কথা বলে বিতর্কের আগুণ জ্বালালেন জাভেদ আখতার। মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে লাউডস্পিকার অর্থাৎ মাইক নিষিদ্ধ করার পক্ষে কথা বললেন এই বর্ষীয়ান লেখক ও গীতিকার। গায়ক সোনু নিগমের পাশে দাঁড়ালেন তিনি। বললেন, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা লোকালয়েই মাইকের ব্যবহার বন্ধ করা উচিত।
ঠিক এমন কথা বলে গত বছর বিতর্ক ছড়িয়েছিলেন সোনু। এই গায়ক বলেন রোজ কাকভোরে পাশের মসজিদের লাউডস্পিকারে চলা ‘আজান’-এর শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। নিজের অভিযোগের প্রমাণ দিতে একটি ভিডিও আপলোডও করেন সেই সংগীতশিল্পী। এবার তার সুরেই কথা বলে বিতর্কের আগুনে ঘি ঢাললেন জাভেদ। তার এই সমর্থনের পরও সোনু বলেন, এখনও আজান বিতর্কের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তে জাভেদের মতো মানুষ পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞ তিনি।
জাভেদ আখতার টুইট করে লিখেন, ‘আমি সম্পূর্ণভাবে সোনু নিগমকে সমর্থন জানাই যে মসজিদে লাউডস্পিকার ব্যবহার উচিত নয়। বসতি এলাকা প্রার্থনার জন্য নয়।’
কিন্তু ধর্ম বিশ্বাসী মানুষরা তাদের এমন কান্ড ইতিবাচকভাবে নেননি। অনেকেই বলছেন আজানের শব্দ বরং শ্রুতিমধুর কাদের কাছে। এমন কী একটি মিডিয়া জানিয়েছে মুম্বাইয়ে সোনি নিগামের বাড়ি থেকে নাকি আজানের শব্দ শোনা যায় না। তারপরও শুধু ধর্ম বিদ্বেষে এমন কথা বলে যাচ্ছেন তিনি।
গীতিকবি জাভেদ আখতারের জন্ম মুসলিম পরিবারে। কিন্তু এখন নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিতেই ভালবাসেন শাবানা আজমীর স্বামী।