বলা না বলা ডেস্ক :
কিংবদন্তি গায়ক তিনি। তার জীবনটাও রহস্যে ঘেরা। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক ছেলে বন্ধুকে। তার
ব্যাক্তগিত জীবন ছাপিয়ে ক্যারিয়ারটাই অবশ্য বারবার এসেছে আলোচনায়। একাধিক অসাধারন গানের জনক স্যার
এলটন জনের জীন এবার আসছে বড় পর্দায়। জনপ্রিয় এই ইংলিশ গায়কের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে মুভি
‘রকেটম্যান’। বায়োপিকে স্যার এলটনের চরিত্রে অভিনয় করবেন ট্যারন এগার্টন। গীতিকার বার্নি তাওপিনের
চরিত্রে থাকছেন জেমি বেল। তিনি এই গায়কের ৩০টি অ্যালবামে লিখে হয়েছেন আলোচিত।
তাদের জীবনের গল্পটা সত্যিই নাটকীয়। ক্যারিয়ারের শুরুতেই ব্যর্থতা ছিল সঙ্গী। ১৯৬৭ সালে লির্বাটি
রেকর্ডসের একটি বিজ্ঞাপনে দেখে আবেদন করেন এলটন ও বার্নি। সেখানে গীতিকার চাওয়া হয়েছিল। কিন্তু বাদ
যান তারা। তারপর সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে সঙ্গীত জগতে ঝড় তুলেন দু’জন। ৩০টি অ্যালবামে একসঙ্গে
কাজ করেন তারা। হয়ে উঠেন বিশ্ব সঙ্গীতের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব।
জানা গেছে, ‘রকেটম্যান’ পরিচালনা করবেন ডেক্সার ফ্লেচার। ছবিটিতে গান দিয়ে ওঠে আসবে এলটন জনের
জীবনের সেরা মুহুর্তগুলো। সিনেমাটির পরিকল্পনা হয় ২০১১ সালে। এবার তার বাস্তবায়ন হবে। ‘রকেটম্যান’ মুক্তি
ডেতে পারে আগামী বছরের ১৭ মে। এরইমধ্যে দৃশ্যায়ানের কাজ দ্রুত এগিয়ে চলছে।