বলা না বলা ডেস্ক :
ট্রেইলরেই বাজিমাত করল টাইগার শ্রফ-দিশা পাটনির নতুন ছবি বাগী-২। ইউটিউবে ২১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে নতুন এই ছবির ট্রেইলর। অ্যাকশন ধর্মী এই সিনেমায় হলিউড লিজেন্ড সিলভেস্টার স্ট্যালোন-এর ‘র্যাম্বো’ লুকে দেখা গেল জ্যাকি শ্রফের সুযোগ্য সন্তানটিকে। যদিও শোনা যাচ্ছিল- তেলেগু ছবি ‘ক্ষণম’-এর হিন্দি রিমেক এটি। কিন্তু ট্রেইলরটিতে দেখা গেল হলিউড অ্যাকশন থ্রিলারের ধাঁচেই সাজানো হয়েছে ‘বাগী ২’। টাইগার-দিশা ছাড়াও যেখানে অভিনয় করছেন রণদীপ হোডা, মনোজ বাজপেয়ী ও শ্রদ্ধা কাপুর। ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিং তালিকায় উঠৈ আসে এই চলচ্চিত্রটির ট্রেইলর। সোশ্যাল মিডিয়াতেও প্রায় ভাইরাল হয়ে গেছে। একদিনে শুধুমাত্র ইউটিউবেই ভিউ ছাড়িয়েছে ১৪ লক্ষ। আর ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত দুই কোটি ৩০ লাখ ভিউয়ার ছাড়িয়ে গেছে। ছবিটি পরিচালনা করছেন আহেমদ খান। আর এটি মুক্তি পাবে আগামী ৩০ মার্চ।
দেখে নিন ছবিটির ট্রেইলর-