বলা না বলা রিপোর্ট :
বাংলাদেশের শোবিজ তারকাদের কাছে কাঠমান্ডু দুরের কোন শহর নয়। এটি কক্সবাজারের মতোই কাছের আরেকটি পর্যটন নগরী। শ্যুটিং কিংবা বেড়াতে প্রায়ই তারা ছুটে যান হিমালয়ের দেশে। সেই শহরের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হতেই শোক ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। বাদ থাকেনি বিনোদন জগতের তারকারাও। তাদেরও চোখ অশ্রুসজল।
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট, ক্রুসহ বাংলাদেশি ৩৬ জনের মধ্যে ২৬ জন চলে গেছেন না ফেরার দেশে। বাকি ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
১২ মার্চের সেই ট্র্যাজেডির যন্ত্রণায় কাতর গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি তার ফেসবুক পেইজের টাইমলাইনে লিখেছেন, ‘ইউ এস বাংলার সকল যাত্রী এবং ক্রু ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা।’ অভিনেত্রী, পরিচালক শাওন লিখেছেন, ‘অস্থির লাগে… আর পারি না… অচেনা মানুষগুলোকে খুব কাছের পরমাত্মীয় মনে হয়..!’
ফেসবুকে জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘আহ্ হা রে জীবন! বুকটার ভেতর তছনছ করছে এদের স্বজনদের কথা ভেবে। টেলিভিশন নিউজ থেকে চোখ সরাতে পারছি না। এতো লাশ বাংলাদেশকে বইতে হবে!’
বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নেপাল ভিত্তিক একটি ইংরেজি খবরের লিঙ্ক শেয়ার করে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী! ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন লিখেন, ‘বাংলাদেশের উড়োজাহাজ নেপালে বিধ্বস্ত’-এমন শিরোনামের একটি সংবাদ নিজের ওয়ালে শেয়ার করে লিখেন, ইশশ ..মেইনটেন্স নিয়ে আমি কতবার আশঙ্কার কথা বলেছি.. কতবার। আমাদের রক্ষা করুন।’
বাংলা সিনেমার ব্যস্ত অভিনেতা শাকিব খানও মর্মাহত। তিনি ফেসবুকে লিখেছেন, ‘দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ বিধ্বস্ত বিমান আর লাশের সারির দুটি ছবি পোস্ট করে ফেসবুকে অভিনেতা চঞ্চল চৌধুরীর আক্ষেপ ঝরল, ‘আমরা মর্মাহত, শোকাহত।’
ঢাকাই সিনেমার আরেক তারকা অভিনেত্রী অপু বিশ্বাসও শোক প্রকাশ করেছেন। একইভাবে বিমান বিধ্বস্তের খবর শুনতেই অভিনেতা ইরেশ যাকের লিখেন- যাত্রী ও ইউএস বাংলার বিধ্বস্ত বিমানটির ক্রু এবং তাদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। নায়ক সাইমন লিখেন, ‘অন্তরটা কেঁপে গেল।’ নির্মাতা তানিম রহমান অংশু প্রাণটাও কেঁদে উঠল। তিনি লিখেছেন, ‘বিমান দুর্ঘটনায় সকলের প্রতি শান্তি বর্ষিত হোক।’ তখনো বিমান দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। সবার মতোই অনিশ্চিত ছিলেন তারকারা। আয়নাবাজি খ্যাত অমিতাভ রেজা ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘এই রাত যাতে না আসে আর আমার বাংলাদেশে!’
এছাড়াও অভিনেত্রী শাওন, অপু বিশ্বাস, সায়মন, নির্মাতা-নির্দেশক অমিতাভ রেজা, ফারুকী, ভাবনা, তানহা তাসনিয়া, কেয়াসহ অনেক তারকাই তাদের ফেসবুকে কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানের যাত্রীদের উদ্দেশ্যে শোক বার্তা দিয়েছেন।