বলা না বলা রিপোর্ট :
তারকা অভিনেতা ফেরদৌস সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার প্রিয় নায়িকা হিসেবে উল্লেখ করেন পরীমনির নাম। আর তাতেই নাকি চটে গেছেন আরেক তারকা অভিনেত্রী পূর্ণিমা। ফেরদৌসকে একটি প্রশ্ন করা হয়, এই প্রজন্মের কোন নায়িকাকে আপনার বিপরীতে নায়িকা হিসেবে পেতে চান? ফেরদৌস বলেন, পরীমনিকে। এর পরপরই খবর চাউর হয়েছে, পূর্ণিমা নাকি গোসসা করেছেন ফেরদৌসের ওপর। যদিও ফেরদৌস পূর্ণিমাকে বুঝিয়েছেন, এই প্রজন্মের নায়িকাদের কথা বলেছেন তিনি। পূর্ণিমাতো সিনিয়র। তাতে নাকি নায়িকা আরও চটেছেন। পূর্ণিমাকে বোঝাতে গিয়ে নায়িকাকে মাঝ বয়সী হিসেবে চিহ্নিত করেছেন বলে আরও বেশি মুখ গোমড়া করেছেন অভিনেত্রী!
দীর্ঘদিন ধরেই পূর্ণিমা আর ফেরদৌসের মাঝে বোঝাপড়াটা চমৎকার। দুজনই খুব ভালো বন্ধু বলে সরাসরিই উল্লেখ করেন। হালে তারা যেসব কাজ করছেন তার প্রায় শতভাগই জুটি বেঁধে করছেন। বিভিন্ন আচার-আয়োজনেও দুজন একসঙ্গে আসছেন আর চলেও যাচ্ছেন। কখনও পূর্ণিমার গাড়িতে চড়ছেন ফেরদৌস আর কখনও নায়কের বিলাসবহুল ‘ওডি’ গাড়িতে চড়ছেন নায়িকা। তবে তাদের আচার-আচরণে বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্কের ইশারা নেই। আর বন্ধু হলে মান অভিমান হবেই। তবে ফেরদৌসের এই হঠাৎ পরীমনি প্রীতি পূর্ণিমা ঠিক বুঝে উঠতে পারছেন না। দেখা যাক নায়ক-প্রযোজক ফেরদৌসের নতুন কোনো কাজে পরীমনিকে পাওয়া যায় কিনা।