বলা না বলা রিপোর্ট:
এইতো গত অক্টোবরে অসুস্থ হয়ে ভারতের হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাসাতেও ফিরেছিলেন। কিন্তু আবারো অসুস্থ হয়ে হাসপাতালে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে ছেলে সরফরাজ খানের সঙ্গে কানাডায় আছেন তিনি। সেখানেই একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার।
জানা গেল, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন কাদের খান। অনেকদিন সাধারণ ভেন্টিলেশনে ছিলেন তিনি। তার নিউমোনিয়া হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা। ৮১ বছর বয়সী এ অভিনেতা শুধু ইশারায় কথা বলছেন। শরীর নড়াচড়া করতে পারছেন না। ডাক্তাররা জানালে স্মৃতিশক্তি ও শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছেন তিনি।
কুলি, রাজা বাবু, কুলি নম্বর ওয়ান, দুলহে রাজা, হাম, কালা বাজারসহ অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন কাদের খান। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, গোবিন্দর সঙ্গে সিনেমায় নিয়মিত দেখা গেছে তাকে।