বলা না বলা ডেস্ক:
সমাজ সচেনতামূলক কাজ করতে গিয়ে বিপাকে পড়লেন বিরাট কোহলি আর আনুশকা শর্মা। রাস্তায় খারাপ আচরণ এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিও পোস্ট করে তাঁকে সামাজিকভাবে হেয় করায় এই তারকা দম্পতিকে আইনি নোটিশ দিয়েছেন আরহান সিং! তিনি জানান, ‘তাদের দুজনকে আমার আইনজীবী এই আইনি নোটিশ পাঠিয়েছেন। এখন ওদের জবাবের জন্য অপেক্ষা করছি আমি।’
এইতো গত ১৫ জুন ভাইরাল হয়েছিল বিরাট কোহলির এই টুইট ভিডিও। যেখানে দেখা গেছে আনুশকা গাড়িতে বসে একজনকে বলছেন, ‘রাস্তায় আবর্জনা ফেলছেন কেন? রাস্তায় আপনি এভাবে প্লাস্টিক ফেলতে পারেন না আপনি।’ রাস্তায় পাশের গাড়ির যাত্রীকে চিৎকার করে কথা গুলো বলেন বলিউডের এই মহা তারকা।তখন দৃশ্যটি মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন তার জীবনসঙ্গী ক্রিকেটার বিরাট কোহলি। ভিডিওটিতে দেখা মিলে রাস্তায় গাড়িতে যেতে যেতে আনুশকা শর্মা দেখেন তাঁর পাশে দামি গাড়ি থেকে এক ব্যক্তি প্লাস্টিক ছুড়ে রাস্তায় ফেলছেন৷
এই ভিডিও দিয়ে ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি লিখেন, ‘ওরা রাস্তায় নোংরা ফেলছে। ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করছে, অথচ বুদ্ধি রয়েছে পায়ের মধ্যে। ওরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে যদি এমন কিছু দেখেন, একই ভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন সব জায়গায়।’
যদিও পুরো ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে আরহান সিং জানান, ‘গাড়িতে বসে যখন ছোট্ট একটি প্লাস্টিক বাইরে ফেলতে যাবো তখনই পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়৷ গাড়ির কাচ নামতেই দেখি, গাড়িতে বসে আনুশকা শর্মা৷ গাড়ি থেকে মুখ বের করে চিৎকার করছেন তিনি৷ উনাকে দেখে মনে হচ্ছিল রাস্তার পাশের কেউ। আমার কাজের জন্য দুঃখিত৷ কিন্তু আনুশকা শর্মা যদি তাঁর শব্দ ব্যবহারে একটু সংযত হতেন, তাহলে তার জন্য আরো ভাল হতো।’
এরপরই আরহান সিং আইনের আশ্রয় নিলেন৷ তিনি নিজেও বলিউডে কাজ করেছেন। ‘ইংলিশ বাবু দেশি মেম’ আর ‘রাজা’ ছবিতে দেখা গেছে তাকে। এখন টিভিতে সিরিয়ালে কাজ করেন। সন্দেহ নেই এবার আইনের মধ্য দিয়েই পুরো ব্যাপারটি সামলাতে হবে বিরাট-আনুশকাকে!