বলা না বলা রিপোর্ট :
‘বিসর্জন’ ছবি দিয়ে কলকাতার বক্স অফিসে ঝড় তুলেছিলেন কৌশিক গাঙ্গুলি। শুধু ব্যবসায়িক দিকেই নয়, ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা সিনেমা বিভাগে পুরস্কার পেয়েছিল বাংলাদেশের জয়া আহসান অভিনীত সিনেমাটি। তারই পথ ধরে এবার আসছে ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল। পরিচালক কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিজয়া’ নামের এই সিনেমাতেও প্রধান দুটি চরিত্রে থাকছেন জয়া আহসান ও আবির চ্যাটার্জি।
‘বিসর্জন’ চলচ্চিত্রের গল্প যেখানে শেষ ঠিক সেই জায়গা থেকে শুরু ‘বিজয়া’র গল্প। নতুন বছরের ৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বড়পর্দায়। চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নির্মাতা। তার আগে জয়ার ‘বিজয়া’ নিয়ে উচ্ছ্বসিত পরিচালক কৌশিক। উচ্ছ্বাসটা এমনই ছুঁয়েছে যে তিনি ‘বিসর্জন’ ছবির ট্রিলজি বানানোর চিন্তা করছেন। আর সেই প্রোজেক্টের পুরোটাই হবে বাংলাদেশে। এ প্রসঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলি কলকাতার গণমাধ্যমে বলছিলেন, বিসর্জনের চারটি পার্ট আছে। বিজয়ার পরও চমৎকার গল্প রয়েছে যার পুরো কাজ বাংলাদেশে হবে। যদিও আমরা এখনো নাম ঠিক করিনি। এক বছর পর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
কৌশিক গাঙ্গুলি আশা করছেন ‘বিজয়া’ও সবাইকে মুগ্ধ করবে। তার কথায়, অনেকেই সাহিত্যনির্ভর ফ্র্যাঞ্চাইজি করে। আমি ভাবলাম নিজের তৈরি একটি ফ্র্যাঞ্চাইজি করবো। বিসর্জন দারুণ সাফল্য পেয়েছে বলেই বিজয়ার বাকি গল্প বলার সাহস বাড়িয়েছে। ইছামতীর ধারে যে চরিত্রগুলো শেষ হয়ে গিয়েছিল তারা এমন সুন্দরভাবে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে যে মনে হয় আমার সন্তানরা ফিরে এসেছে।