বলা না বলা ডেস্ক :
টালিউড-বলিউডের পরিচিত মুখ পাওলি দাম। ঢাকাই ছবিতেও দেখা গেছে তাকে। ২০১৬ সালে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সত্ত্বা ছবিতে ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হিসেবে সেলুলয়েডে ধরা দেন হেট স্টোরিখ্যাত আবেদনময়ী এই তারকা অভিনেত্রী। অবশ্য তার আগেই ২০১০ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার মনের মানুষ ছবিতে লালন ফকিরের শিষ্য কলমী চরিত্রে অনবদ্য অভিনয় করে বাংলাদেশের দর্শকের হৃদয় জয় করেন পাওলি। ২০১২ সালে বেডরুম ছবিতে কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে পাওলির জুটি বেশ প্রশংসিত হয়। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এই জুটিকে আর পর্দায় দেখা যায়নি। অবশেষে আবার ফিরছে পাওলি-আবির জুটি। সাত বছর পর ২০১৯ সালে তৃতীয় অধ্যায় শিরোনামের ছবির মাধ্যমে এই জুটির প্রত্যাবর্তন ঘটবে।
কলকাতার চিত্রনির্মাতা মৈনাক ভৌমিক পরিচালিত বেডরুম ছবিতে প্রথম জুটি হিসেবে দেখা যায় পাওলি দাম ও আবির চ্যাটার্জিকে। এরপর বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন আবির। এই সময়ে পাওলির সঙ্গে তার আর জুটি বাঁধা হয়নি। অবশেষে আগামী বছর আবার একসঙ্গে জুটি বেঁধে আসছেন টালিগঞ্জের এই দুই সিনে তারকা। রোমান্টিক থ্রিলার ঘরানার ছবির নাম তৃতীয় অধ্যায়। পরিচালক মনোজ মিচিগান। ইতোমধ্যে ছবির প্রথম মোশন পোস্টার ও ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে।
বরাবরই মনোজ পরিচালিত ছবিতে রহস্যের ছোঁয়া পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নতুন ছবিতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে এখনই ছবির গল্প সম্পর্কে মুখ খুলতে নারাজ মনোজ। শুধু বললেন, ছবিটিতে দেখা যাবে সম্পর্ক ও সম্পর্কের নানা ধরনের জটিলতা এবং ভালোবাসা ঘিরে রহস্য।