বলা না বলা রিপোর্ট :
সংগীতপ্রতিভা অন্বেষণমূলক ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশজুড়ে পরিচিতি পান সুকণ্ঠী সালমা। এরপর আর অন্য কোনোদিকে তাকানোর সুযোগ হয়নি তার। গানের ভুবনের স্থায়ী বাসিন্দা হয়ে যান ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার এই চ্যাম্পিয়ন। বাইতে থাকেন গানের তরী। তার কণ্ঠের অনেক গানই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। গানের ব্যস্ততায় চাপা পড়ে যায় আজন্মলালিত এক স্বপ্ন। শৈশব থেকেই অাইনজীবী হওয়ার স্বপ্ন দেখেছেন সালমা। পেশাজীবনের ব্যস্ততা আর ব্যক্তিগত জীবনের ঝড়-ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়ায় সালমার বহুদিনের স্বপ্ন পূরনের পথে। কিন্তু দমে যাওয়ার পাত্রী নন সালমা। একটু দেরিতে হলেও ঠিকই আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণের পথে হাঁটতে শুরু করেছেন গায়িকা। ইতোমধ্যে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছেন। যেনতেন আইনজীবী নয়, বাঘা ব্যারিস্টার হতে চান সালমা। আর তাইতো নিজের নামের পাশে ব্যারিস্টার পদবী যুক্ত করতে নতুন বছরেই ব্যারিস্টারি পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বলে জানালেন সালমা নিজেই।
এ প্রসঙ্গে সালমা বলেন, ছোটবেলা থেকেই আইন বিষয়ে পড়ালেখা করার স্বপ্ন দেখেছি আমি। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে আমি আমার স্বপ্ন পূরনের পথে হাঁটতে পারিনি। অবশেষে সব বাধা দূর করে আইন বিষয়ে পড়ালেখা শুরু করতে পেরেছি। আইন পেশায় সর্বোচ্চ সফলতা অর্জন করতে চাই আমি। এজন্য ভিতটা মজবুত হতে হবে। সেই লক্ষ্যে আগামী বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাষ্ট্র যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।
২০১১ সালে সালমা ও দিনাজপুর ৬ আসনের নির্বাচিত সাংসদ শিবলী সাদিকের বিয়ে হয়। পারিবারিকাভাবেই সালমাকে বিয়ে করেন সংগীত পরিবারের ছেলে শিবলী। কিন্তু ২০১৬ সালের নভেম্বরে তাদের সংসার ভেঙে যায়। একমাত্র মেয়ে স্নেহাকে নিয়েই এখন সালমার পুরো জগৎ।