বলা না বলা রিপোর্ট :
হঠাৎ করেই বিপাকে পড়লেন রাফিয়াত রাশিদ মিথিলা। এই মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী প্রেম করছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর থেকেই অবশ্য বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হচ্ছে তাকে। বলা হচ্ছে ইনদালো ব্যান্ডের ভোকাল ও অভিনেতা জন কবিরের সঙ্গে প্রেম চলছে মিথিলার। এর আগে এই খবরটাকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন জন কবির।
কিন্তু এবার নিজেই বিতর্কটা উস্কে দিয়েছেন। জন তার ফেসবুক আইডিতে সোমবার মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে জন শুধুই লিখেছেন একটি শব্দ- ‘কনটেন্ট’। পাশে একটি হাসির ইমো। এরপরই শুরু হয় নতুন করে প্রেমের গুঞ্জন।
ভক্তরা এ নিয়ে আলোচনায় মুখর। জন কবিরের ফেসবুক স্ট্যাটাসটি রীতিমতো ভাইরাল। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন মিথিলা। ছবির নিচে জন কবিরকে উদ্দেশ্যে করে মিথিলা লিখেছেন, ‘জনের বাচ্চা। মানুষ আমাকে এখন জ্বালিয়ে মারবে! কনটেন্টের এমনিতেই অভাব নাই দুনিয়াতে!’
ভক্তরা অবশ্য বলছেন প্রেম চলছে মিথিলা-জন কবিরের! অনেকে এনিয়ে সমালোচনাতেও মেতেছেন!