বলা না বলা রিপোর্ট :
ছুটি কাটাতে গিয়ে এবার বিতর্কের মুখে পড়লেন দিশা পাটানি। বর্তমানে তিনি ছুটি কাটাতে বয়ফ্রেন্ড টাইগার শ্রফকে নিয়ে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে সোশাল মিডিয়ায় তাদের অবসরের ছবি শেয়ার করছেন তারা। আর তাতেই বাঁধল বিপত্তি। দিশা সোশ্যাল হ্যন্ডেলে তার বিকিনি পরিহিত ছবি শেয়ার করার সাথে সাথে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকে তো তাকে পর্ণস্টারের সাথেও তুলনা করছেন। দিশা ভক্তরা অবশ্য তার এমন আবেদনময়ী ছবির প্রশংসাই করছেন। এ বিষয়ে দিশা এবং টাইগারের কোনো মন্তব্য ভারতীয় মিডিয়ায় আসেনি।
দেখে নিন দিশা পাটানির সেই বিতর্কিত ছবিগুলো-