বলা না বলা রিপোর্ট:
ছোটপর্দায় এখন নিয়মিত অভিনয় না করলেও ছোটপর্দার অভিনেত্রী হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে তিনি। একাত্তরের ভয়াবহ বুদ্ধিজীবী হত্যার কাহিনি অবলম্বনে শমী কায়সারের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন গুণী নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। নাটকটিতে অভিনয়ও করছেন শমী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে নাটকটি। নাটকের শিরোনাম সাড়ে তিন খানা চিঠি। আগামী ১৪ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে নাটকটি প্রচার করবে চ্যানেল আই।
এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, এটা শমীর গল্প হলেও নিজের জীবনের গল্প নয়। একাত্তরের ১৪ ডিসেম্বর তার বাবাকে ধরে নিয়ে যায় পাকবাহিনী। বাবাকে ধরে নিয়ে যাওয়ার থিম থেকেই তিনি গল্পটা শোনান। সেই দিনের অনুভূতির জায়গা থেকে গল্পটি বলেন শমী। গল্পটি শমীর আর লিখেছেন ইফফাত আরেফিন মাহমুদ।
সাড়ে তিন খানা চিঠি নাটকে শমী কায়সার ছাড়াও অভিনয় করছেন মাহফুজ আহমেদ, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, আজম খান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, একাত্তরে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়ার সময় শমীর বাবাকেও ধরে নিয়ে যায় পাকবাহিনী। পরবর্তী সময়ে শমীর বিয়ে হয় এক ধনী পরিবারে। শমীর শ্বশুরবাড়ির লোকজন মুক্তিযুদ্ধকে গণ্ডগোল বলে আখ্যায়িত করে। শুধু তাই নয়, তার শ্বশুর একজন রাজাকার। অবশ্য স্বামীর কাছ থেকে সবসময় সহযোগিতা পান শমী। এমন টানাপোড়েনের মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের গল্প।