বলা না বলা রিপোর্ট:
গত বছর বড় ছেলে নাটকে জুটি বেঁধে অভিনয় করে ধন্দুমার কাণ্ড ঘটিয়েছিলেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় তারকা জুটি অপূর্ব-মেহজাবিন। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটি প্রথমে টিভিতে প্রচারিত হলেও পরে তা ইউটিউবে ছাড়া হয়। এরপরই ভিউয়ের রেকর্ড গড়তে শুরু করে বড় ছেলে। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা এক কোটি ৮৩ লাখ ১৮৩টি। কোনো নাটকের ক্ষেত্রে এত বিপুল ভিউ সংখ্যা সচরাচর দেখা যায় না। এবার একই নির্মাতা ও তারকাদের নতুন নাটক দেখার সুযোগ পেতে যাচ্ছেন ছোটপর্দার দর্শক। আর এই সুযোগ তাদের করে দিচ্ছে নাগরিক টিভি। আজ রাত ৯টায় চ্যানেলটি প্রচার করবে এক ঘণ্টার নাটক সুখে দুঃখে। মেধাবী নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের এই নাটকেই জুটি বেঁধেছেন অপূর্ব-মেহজাবিন।
সুখে দুঃখে শিরোনামের নাটকটি রচনা করেছেন নাসির খান। অপূর্ব ও মেহজাবিন ছাড়াও এতে অভিনয় করেছেন নাজিবা বাসার, কাজী উজ্জ্বলসহ আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, আসিফের মায়ের মামাতো বোনের মেয়ে মিলি। মা মারা যাওয়ার পর থেকে মিলিদের বাড়িতেই থাকে আসিফ। সবসময় এই দুজনের মধ্যে খুনসুটি লেগেই থাকে। আসিফ মনে করে, মিলি তাকে একটুও সহ্য করতে পারে না। অন্যদিকে মিলি মনে করে, আসিফ তার বন্ধুর বোন সুমিকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে। হঠাৎ একদিন মিলির বিয়ে ঠিক হয় রাজপুত্রের মতো এক ছেলের সঙ্গে। আসিফ আর মিলির সব হিসাব-নিকাশ তখন বদলে যেতে শুরু করে। নাটকের গল্পে আসে ভিন্ন এক বাঁক।